মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০১৪ Tags: 0 comments

IDB-BISEW IT Scholarship এবং আমি

এখনও ঘড়িটা ৭.৩০ মিনিট এ এর্লাম দেয়। কিন্তু ঘোম থেকে উঠার কোন তরা-হোরা থাকে না।এর্লারাম বন্ধ করে আবার ঘোম দেই।কিছু দিন আগেও ঘোম থেকে উঠার জন্য বাদ্ধ বাধকতা ছিল। কারণ ৯ টার সময় আবার ক্লাস আছে।দুই-এক দিন ক্লাস মিস দিলাম বা একটু দেরি করে ক্লাস এ গেলাম, এটা করার কোন সুযোগই ছিল না।আমাদের
এটেন্ডেন্স দিতে হত ফিঙ্গার প্রিন্ট এ।১০ মিনিট দেরি করলে এবসেন্ট। আর এক মাসে ৩ দিন কামাই করলে ইস্কলারশীপই বাতিল। তাই কিছুই করার ছিল না।এই শীতের সকালেও সাপ্তাহে ৬ দিন ৭.৩০ এ ঘোম থেকে উঠতাম।তবে যাই হউক সফল ভাবে কোর্সটা শেষ করেছি।

আমি IDB-BISEW IT Scholarship (আইডিবি-বি আই এস ই ডিব্লিউ আইটি স্কলারশীপ) সম্পর্কে জানতে পারি ভাইয়ার কাছ থেকে।তবে খোব একটা আগ্রহি ছিলাম না।আমি পাব আইটি ইস্কলারশীপ!!! কিন্তু আব্বুর পিরা-পিরিতে ফরমটা কিনতেই হল।কিন্তু পরীক্ষার জন্য কোন প্রিপারেশানই ছিল না।পরীক্ষার তারিখ হল।টাকা খরচ করে পরীক্ষার জন্য ঢাকা যাব প্রস্তুতি থাকবে না! রাতে ভাইয়া যা পড়াইল তাই পড়লাম।তরপর দিন ঢাকা আসলাম।পরীক্ষা হবে "শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে"।
কিন্তু এই স্কুলত কোথাও খোইজা পাইনা।অনেক খোজা খোজির পর পাইলাম আই ডি বি ভবন এর পাশে ইহা অবস্থিত।
ভাগ্গিশ পরীক্ষার দিন সকালে আব্বুর চাপে প্রায় ২ ঘন্টা আগে ঘর থেকে বাহির হইছিলাম।
আমি ছাড়া আর কেউই আমার পরিচিত ছিল না।পরীক্ষা দিলাম।

যখন রেজাল্ট দিল তখন বুঝলাম আমিত অনেক মেধাবি, আমি আইটি স্কলারশীপ পাইছি!!তারপর ভাইবাতেও টিকলাম।৯৮% মার্ক পেয়ে computer fundamantal শেষ করলাম। কোর কোর্স এ Auto CAD (2d, 3D), 3DS MAX,V-Ray, Revit Architecture, Photoshop সব গুলো পরীক্ষায় সফলতার সাথে উত্তির্ন হইলাম। শেষ পরীক্ষা Project management দিলাম, কিন্তু এইটার রেজাল্ট এখন ও দেয় নাই।পরীক্ষা ভাল দিছি। তাই টেনশান নাই।

গত ১৯-১-২০১৩ তে আমাদের বিদায় দিয়ে দিল স্টার কম্পিউটার সিস্টেমর্স লিমিটেড(আই ডি বি অনুমদিত ট্রেনিং সার্ভিস প্রোভাইডার।যেখানে আমরে ট্রেনিং করেছিলাম)।
Habib with MD sir
আমরাই প্রথম বার অনেক বড় আকারে বিদায় অনুষ্ঠান করি।উপস্থাপনা করেছিলাম আমি আর মেহেদি ভাই।

প্রতি দিন ক্লাস করতে হবে এটা পুরা অভ্যাস হয়ে গেছিল।এখন আর ক্লাস এ যাই না।যখন ক্লাস করতে হত, তখন বলতাম শেষ হয় না কেন? এখন ক্লাস শেষ। ৪ ঘন্টা করে একটা ক্লাস।দীর্ঘ প্রায় ১.৫ বছর এক টানা ক্লাস করে ১৮৫ টা ক্লাস শেষ করছি।

তবে এই হরতাল-অবরোধ না হলে আমাদের কোর্সটা আরও অনেক আগেই শেষ হইতে পারত।এখন অনেক মিস করি সেই দিন গুলি।সেই আড্ডা অথবা নতুন কোন প্রজেক্ট কে কার আগে করব, কোন সফটওয়ার দিয়ে করব, কারটা বেশি সুন্দর হবে।

আমাদের ফয়সাল ভাই স্টার কম্পিউটার সিস্টেমর্স লিমিটেড এ যার সাথে সবার আগে পরিচয়।ওনিই এক মাত্র ব্যাক্তি যার জন্য আমি সতর্ক আবস্থানে থাকতাম।শোয়েব ভাই,ইশতিয়াক ভাই,রেজা ভাই, আশিক ভা্‌ই (আমাদের ফেকাল্টি) অনেক কিছু শিখিয়েছেন।আরও কিছু দিন শিখতে পারলে খারাপ হত না!

আমরা ছিলাম ১৩ জনের ব্যাচ।সেই ১২ জনকে অনেক মিস করি।আমার পাশের সিটে বসা মোটা ছেলেটা(জায়েদ) সামনের ডেক্সে বসা বাসির আথবা বসির উদ্দিন এর সাথে আর ঝগড়া করি না।তাপাদার,মামুন,জুয়েল ওদের ডেক্সে গিয়ে আর আড্ডা মারি না।দিদি আর কান মলা দেয় না।শরিফুল ভাই এর কবি কবি কথাগুলা শুনা হয় না,নীতি কথাগুলো শুনা হয় না মেহেদী ভাই এর কাছ থেকে।কেউ আমার নামে কম্পেলিন দেয় না।ক্লাস মিনটর জহির আর ক্লাস মিনিটনিং করে না।চুপচাপ বসে থাকা ছেলেগুলো (আমিনুল, অনিক)।

অনেক মিস করি সবাইকে।

No Response to "IDB-BISEW IT Scholarship এবং আমি"

Google