আমি হাবিব ভুইয়া।নামটা একটু বড় মনে হয়, তাই নামের প্রথম আর শেষ অংশটাই ব্যবহার করি। কম্পিউটার ও ইন্টারনেটের সাথে পরিচয়টা ভাইয়ার (রাসেল ভূইয়া) হাত ধরেই।তারপর থেকে কম্পিউটার আর ইন্টারনেটের সাথে পরিচিত হয়েই চলেছি।শুধু পরিচিত হওয়াই নয়, আমি আসক্ত।এবং অবশ্যই আসক্ত হওয়া খারাপ কিছু না , যদি সেটা ক্ষতিকর না হয়। আমার আসক্ত হওয়ার গতিটা অনেকটাই বেড়ে যায় IDB-BISEW IT Scholarship পাওয়ার পর। প্রযুক্তির প্রতি সম্পৃক্ত হওয়ার পেছনে সকচেয়ে বেশী উৎসাহ যোগিয়েছেন আমার বাবা। এই ব্লগের কোন কিছুতেই কোন ধারাবাহিকতা নেই, যখন যা ভাল লাগে তখন তাই লিখে থাকি। মাঝে মধ্যে সামুতে লিখে থাকি। তা যাই হউক অন্যের পোষ্ট পড়তে আমার খারাপ লাগে না। পোষ্ট লেখার চেয়ে ডিজাইন আর রিসার্কজ করতেই আমার বেশী ভাল লাগ।
Google Profile
2 Response to আমি
kire oidin na koili tor diploma sesh..bepar ki...fail korcos naki...taratari update kor..
আপডেট করার সময় পাইলাম কই।
একটি মন্তব্য পোস্ট করুন