বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪ Tags: 0 comments

বাবাকে এখনো বলাহল না ভালবাসি।

ইচ্ছে হলেই মেয়েদের টিজ করাতে পারি, নেশা করতে পারি।বাবাতো আর দেখছেন না আমি কি করছি।বাবার হাত ধরে এখন আর পথ চলতে হয় না।রাস্তা-ঘাট ভালই চিনি।চাকরি,পড়া-শোনা একাই সব ম্যেনেজ করতে পারি। কিন্তু একটা সময় ছিল যখন বাবা আমাদের সব ভাই-বোনদের নিয়ে পড়াতে বসতেন।পড়া না পাড়লতে ত .....। বাবা আমাকে আর পড়াতে বসান না।এখন আমি ইউনিভার্সটিতে পড়ি।

মেয়েদের টিস করব,সেটা কিভাবে সম্ভব? যেখানে বাবা শিখিয়েছেন তোমার মা এবং বোন ও মেয়ে। জীবনে কখনও সিগারেটই খাওয়া হয়নি।বাবার শাসন উপেক্ষা করে এসব করা সম্ভব হয়নি।
এখন আমি অনেক ব্যাস্ত। বাবাকে ফোন করার মত খুব একটা সময় হয় না।কিন্তু বাবা ফোন করে ঠিকই খবর নেন।খুব বেশী কথা হয় না, তবে প্রতিদিনই যোগাযোগ হয়।আমার জন্য দোয়াও করনে নিশ্চই।
বাবার শাসনের জন্য বাবাকে একটু ভয়ই পেতাম।কিন্তু এখন বাবা আর আগের মত শাসন করেন না।অনেক বড় হয়ে গেছি কিনা।কিন্তু আমি সেই ছোট ছেলেটিই থাকতে চাই।
হয়তবা গার্লফ্রেন্ডকে বহুবার বলতে পারব ভালবাসি। কিন্তু এই বাবা দিবসএ ও বাবাকে বলা হল না অনেক ভালবাসি।হয়ত অামার মত অনেকেরই বলা হয় নি এই কথাটি।
আমার বাবা সহ পৃথীবির সকল বাবার প্রতি রইল আমার ভালবাসা।

No Response to "বাবাকে এখনো বলাহল না ভালবাসি।"

Google