শিরোনামঃ কে তুমি (Ke Tumi)
শিল্পীঃ
তাহসান
অ্যালবামঃ উদ্দেশ্য নেই
কে তুমি? কেনো এখানে?
কেনো এতোদিন পরে?
পেছনে ফিরে দেখো তুমি,
অপ্রত্যাশিত অতিথি
চোখ ফেরালে বলো কেনো,
ভয় পেয়েছো কি, নাকি অরতি?
জানি প্রতিটা স্বপ্নে তুমি দেখেছো আমায়
নিরন্তর ছিলে আমারই ছায়ায়
তবে চোখ মেলাতে কি বিরোধ?
ইচ্ছে হলেই মেয়েদের টিজ করাতে পারি, নেশা করতে পারি।বাবাতো আর দেখছেন না আমি কি করছি।বাবার হাত ধরে এখন আর পথ চলতে হয় না।রাস্তা-ঘাট ভালই চিনি।চাকরি,পড়া-শোনা একাই সব ম্যেনেজ করতে পারি। কিন্তু একটা সময় ছিল যখন বাবা আমাদের সব ভাই-বোনদের নিয়ে পড়াতে বসতেন।পড়া না পাড়লতে ত .....। বাবা আমাকে আর পড়াতে বসান না।এখন আমি ইউনিভার্সটিতে পড়ি।
মেয়েদের টিস করব,সেটা কিভাবে সম্ভব? যেখানে বাবা শিখিয়েছেন তোমার মা এবং বোন ও মেয়ে। জীবনে কখনও সিগারেটই খাওয়া হয়নি।বাবার শাসন উপেক্ষা করে এসব করা সম্ভব হয়নি।
এখন আমি অনেক ব্যাস্ত। বাবাকে ফোন করার মত খুব একটা সময় হয় না।কিন্তু বাবা ফোন করে ঠিকই খবর নেন।খুব বেশী কথা হয় না, তবে প্রতিদিনই যোগাযোগ হয়।আমার জন্য দোয়াও করনে নিশ্চই।
বাবার শাসনের জন্য বাবাকে একটু ভয়ই পেতাম।কিন্তু এখন বাবা আর আগের মত শাসন করেন না।অনেক বড় হয়ে গেছি কিনা।কিন্তু আমি সেই ছোট ছেলেটিই থাকতে চাই।
হয়তবা গার্লফ্রেন্ডকে বহুবার বলতে পারব ভালবাসি। কিন্তু এই বাবা দিবসএ ও বাবাকে বলা হল না অনেক ভালবাসি।হয়ত অামার মত অনেকেরই বলা হয় নি এই কথাটি।
আমার বাবা সহ পৃথীবির সকল বাবার প্রতি রইল আমার ভালবাসা।
এখনও ঘড়িটা ৭.৩০ মিনিট এ এর্লাম দেয়। কিন্তু ঘোম থেকে উঠার কোন তরা-হোরা থাকে না।এর্লারাম বন্ধ করে আবার ঘোম দেই।কিছু দিন আগেও ঘোম থেকে উঠার জন্য বাদ্ধ বাধকতা ছিল। কারণ ৯ টার সময় আবার ক্লাস আছে।দুই-এক দিন ক্লাস মিস দিলাম বা একটু দেরি করে ক্লাস এ গেলাম, এটা করার কোন সুযোগই ছিল না।আমাদের
এটেন্ডেন্স দিতে হত ফিঙ্গার প্রিন্ট এ।১০ মিনিট দেরি করলে এবসেন্ট। আর এক মাসে ৩ দিন কামাই করলে ইস্কলারশীপই বাতিল। তাই কিছুই করার ছিল না।এই শীতের সকালেও সাপ্তাহে ৬ দিন ৭.৩০ এ ঘোম থেকে উঠতাম।তবে যাই হউক সফল ভাবে কোর্সটা শেষ করেছি।
আমি IDB-BISEW IT Scholarship (আইডিবি-বি আই এস ই ডিব্লিউ আইটি স্কলারশীপ) সম্পর্কে জানতে পারি ভাইয়ার কাছ থেকে।তবে খোব একটা আগ্রহি ছিলাম না।আমি পাব আইটি ইস্কলারশীপ!!! কিন্তু আব্বুর পিরা-পিরিতে ফরমটা কিনতেই হল।কিন্তু পরীক্ষার জন্য কোন প্রিপারেশানই ছিল না।পরীক্ষার তারিখ হল।টাকা খরচ করে পরীক্ষার জন্য ঢাকা যাব প্রস্তুতি থাকবে না! রাতে ভাইয়া যা পড়াইল তাই পড়লাম।তরপর দিন ঢাকা আসলাম।পরীক্ষা হবে "শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে"।
কিন্তু এই স্কুলত কোথাও খোইজা পাইনা।অনেক খোজা খোজির পর পাইলাম আই ডি বি ভবন এর পাশে ইহা অবস্থিত।