শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৩ Tags: 0 comments

3DS Max এ গ্লাসের মডেল তৈরী করা + Vray রেন্ডার টিউটরিয়াল।

3ds max and vray tutorial in bangla
3DS Max + VRay
আমি এই টউটরিয়ালে দেখাব 3ds max এ কি ভাবে গ্লাস তৈরী করা যায় এবং গ্লাসে পানীয় রাখা যায়, এটি 3DS Max এর একি সহজ এবং সাধারণ কাজ।আমি এখানে মূলত থার্ডপারর্টি render engine (V-Ray) ব্যাবহার করে কি ভাবে এবটি মডেল এর আউটপুট দেওয়া যায় সেটা দেখাব।  তাই rander দেওয়ার জন্য vray render engine ব্যাবহার করব।এখানে আমি 3DS Max 2009 এবং v-ray verson 1.50 SP2 ব্যবহার করেছি।
তহলে শুরু করি,,

বুধবার, ২৯ মে, ২০১৩ Tags: 0 comments

বিজ্ঞাপনগুলো যখন শিক্ষনীয়। Example:

চাপার জোর থাকার প্রয়োজনীয়তা আনেত মানুষই বুঝতে পারসে, তাই Atom চাবায়। -[কারও চাপায় আবার চাইপ্পা যাইয়েন না।]

মাইয়্যা পটানোত এখন খুব সুজা মাইয়্যার মুখে গিয়া শাষ ফেরাইলেই পইট্টা যাইব- শিখাইসে Close Up

দরজি/নাপিতেরা ইনফরমার , ওসির লগে ওগর হট
কানেকশন - জানাইছে রবি ।
যেখানে সেখানে Power খাইয়্যেন না। কখন যে কি হইয়্যা যাইব কেউ বুঝতেই পারব না। চুমুকেই Action বইল্যা কথা।

ঘরে সিলন চা রাইখ্যেন না,
নইলে পাশের বাসার ছ্যামড়া আইস্যা তোমার মাইয়ার সাথে পিরিত করবে ।

বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৩ Tags: 0 comments

আবার যখনই দেখা হবে


আবার যখনই দেখা হবে
 - নির্মলেন্দু গুণ,



আবার যখনই দেখা হবে, আমি প্রথম সুযোগেই
বলে দেব স্ট্রেটকাটঃ 'ভালোবাসি'।
এরকম সত্য-ভাষণে যদি কেঁপে ওঠে,
অথবা ঠোঁটের কাছে উচ্চারিত শব্দ থেমে যায়,
আমি নখাগ্রে দেখাবো প্রেম, ভালোবাসা, বক্ষ চিরে
তোমার প্রতিমা। দেয়ালে টাঙ্গানো কোন প্রথাসিদ্ধ
দেবীচিত্র নয়, রক্তের ফ্রেমে বাঁধা হৃদয়ের কাচে

Google