মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১২ Tags: , 0 comments

মোবাইলে বাংলা দেখুন opera mini ব্যবহার করে।


কিছু কিছু মোবাইলে বাংলা ইউনিকোড থাকার কারণে আমরা মোবাইল ফোনে বাংলা দেখতে ও লিখতে পারি।তবে যে সকল ফোন বাংলা ইউনিকোড সার্পোড করে না ঐ সকল ফোন এ ও অপরে মিনি ব্রাউজার ব্যবহারের মাধ্যমে বাংলা ওয়েব পোর্টালগুলো দেখতে পারেন। তাহলে সিস্টেমটা বলি কিভাবে বাংলা ইউনিকোড সার্পোড করাবেন।

ধাপ ১। প্রথমে অপেরা মিনি ডাইন-লোড করে নিন। এখান থেকে  http://opera.com/mini অথবা http://www.opera.com/mobile/ অথবা  http://mini.opera.com অথবা যেখানে পান!!
ধাপ ২। অপেরা মিনি install করুন।
ধাপ ৩। অপেরা মিনি চালু করে address bar এ(সব চেয় উপ র যখানে www. লখা র য়েছ), সেখানে টাইপ ক:ন about:config

ধাপ ৪। এখন যে পজটি আস ব, এর শষের option টি “use bitmap font for complex script” option টি Yes করুন।
ধাপ ৫। এবার save বাটনে click করুন।
ব্যাস কাজ শেষ। এবার browsing করুন আর বাংলা লেখা দেখুন।

জানেন-
* বাংলা দেখতে সমস্যা হলে ফ্রন্ট সাইজ একটু বাড়িয়ে নিন।
* ফ্রন্ট সাইজ বাড়াবেন এ ভাবে menu → T ools → settings →
General  → Personal isation → Display → Font Size → Large
* এভাবে অপেরা ব্যবহার করলে MB একটু বেশি লাগতে পারে।

No Response to "মোবাইলে বাংলা দেখুন opera mini ব্যবহার করে।"

Google