তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের জনগণের জন্য জাতীয় পরিচয় পত্র(National ID Card) তৈরি করে দিয়েছিল। বর্তমানে এই পরিচয় পত্রটি অনেক মূল্যবান।
বর্তমান সরকার প্রায় সব ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্ক,দুর্নীতি প্রতিরোধ এবং দ্রূত ব্যক্তি সনাক্ত করতে এই জাতীয় পরিচয় পত্রটি ব্যাবহার করতে বাধ্য করছে।যেমন:-
মোবাইল সিম/রিম কিনবেন অথবা তুলবেন (রিপ্লেস),১৮ বছর হইছে এর প্রমাণ সরূপ।ইত্যাদি আরও অনেক গুলো ক্ষেত্রে আপনাকে জাতীয় পরিচয় পত্র ব্যবহার করতেই হবে।
এটা অবশ্যই ভাল।আমরা হয়তোবা এই জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে কিছুটা ডিজিটাল হলাম।নিজের পরিচয়টা অনেক সহজে এবং ভালভাবে প্রকাশ করতে সম্ভব হয়েছি।
সরকার এই পরিচয় পত্রটির ব্যবহার আরও বৃদ্ধি করুক আমার কোন সমস্যা নাই।কিন্তু আমার সমস্যা হল আমার বর্তমান বয়স ১৯+(সার্ট ফিকেই অনুযায়ী)।তাহলে আমার একটি জাতীয় পরিচয় পত্র থাকার কথা।কিন্তু আমার জাতীয় পরিচয় পত্রটি কোথায়???
এখন সরকার না দিলে ত আর কিছু করার নাই।আমার একটা সিম হারানো গেছে(হারানো যাইতেই পারে।)সিমটা রিপ্লেস করার জন্য কাস্টমর কেয়ার এ গেলাম ।
কাস্টমর ম্যানেজারকে বলে: আপনার জাতীয় পরিচয় পত্র দেন।
আমি বলি: আমার জাতীয় পরিচয় পত্র নাই।
কাস্টমর ম্যানেজার: তাহলে আপনার সিম কার্ড ব্যবহার করার বয়স হয় নাই।১৮ বছর না হলে আপনি মোবাইল সিম ব্যবহার করতে পাবেন না।(আমাকে মনে হয় বাচ্চা মনে করছিল)।
আমি: আমার ১৮ বছর হইছে।আমার জন্ম নিবন্ধন কাগজটা আনব?
কাস্টমর ম্যানেজার: না থাক।আপনার পরিচিত কারও জাতীয় পরিচয় পত্র নিয়ে আসেন সিম দিয়ে দিব।
তারপর অম্বুর জাতীয় পরিচয় পত্র দিয়ে সিম রিপ্লেস করলাম।কথা হচ্ছে এই জাতীয় পরিচয় পত্রটি এক জন নাগরিকের জন্য কতটা দরকারি সেই কথাটা হয়ত বর্তমান সরকারের মনে নাই।মনে থাকলে হয়তবা আমার জাতীয় পরিচয় পত্রটি অনেক আগেই পেয়ে যেতাম।
যাদের পরিচয় পত্রটি নাই তারা হারে হারে টের পাচ্ছেন এই পরিচয় পত্রটির মর্ম।
No Response to "আমি বাংলাদেশী, কিন্ত আমার জাতীয় পরিচয় পএ কই?"
একটি মন্তব্য পোস্ট করুন