মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১১ Tags: 0 comments

আমি বাংলাদেশী, কিন্ত আমার জাতীয় পরিচয় পএ কই?


তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের জনগণের জন্য জাতীয় পরিচয় পত্র(National ID Card) তৈরি করে দিয়েছিল। বর্তমানে এই পরিচয় পত্রটি অনেক মূল্যবান।

বর্তমান সরকার প্রায় সব ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্ক,দুর্নীতি প্রতিরোধ এবং দ্রূত ব্যক্তি সনাক্ত করতে এই জাতীয় পরিচয় পত্রটি ব্যাবহার করতে বাধ্য করছে।যেমন:-
মোবাইল সিম/রিম কিনবেন অথবা তুলবেন (রিপ্লেস),১৮ বছর হইছে এর প্রমাণ সরূপ।ইত্যাদি আরও অনেক গুলো ক্ষেত্রে আপনাকে জাতীয় পরিচয় পত্র ব্যবহার করতেই হবে।
এটা অবশ্যই ভাল।আমরা হয়তোবা এই জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে কিছুটা ডিজিটাল হলাম।নিজের পরিচয়টা অনেক সহজে এবং ভালভাবে প্রকাশ করতে সম্ভব হয়েছি।

সরকার এই পরিচয় পত্রটির ব্যবহার আরও বৃদ্ধি করুক আমার কোন সমস্যা নাই।কিন্তু আমার সমস্যা হল আমার বর্তমান বয়স ১৯+(সার্ট ফিকেই অনুযায়ী)।তাহলে আমার একটি জাতীয় পরিচয় পত্র থাকার কথা।কিন্তু আমার জাতীয় পরিচয় পত্রটি কোথায়???

মঙ্গলবার, ১৪ জুন, ২০১১ Tags: 1 comments

উইন্ডোজ পরিবারের উইন্ডোজ এক্স পিই সবচেয়ে ভাল আপারেটাং সিস্টেম!!!!!! কিন্তু কেমনে?

বর্তমানে সবচয়ে বেশী ব্যবহৃত অপারেটিং সিস্টেম হচ্ছর মাইক্রোসফট এর উইনডোস অপারেটিং সিস্টেম। মাইক্রোসফট এর সর্বশেষ সংস্করণ হচ্ছে উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম।এবং এটিই এখন সবচেয়ে বেশী ব্যবহৃত অপারেটিং সিস্টেম।
তবে বাংলাদেশে অনেক মানুষ কেই আজকাল দেখা যায় যারা বলেন, উইন্ডোজ সেভেন এর চেয়ে উইন্ডোজ এক্স পি বেশী ভাল।কারণ:-
·         উইন্ডোজ ৭ এ অনেক কিছুই করা যায় না এক্স পি তে সব কিছুই করা যায়।
·         এক্স পি অনেক ফাস্ট সেভেন প্রায়ই হেঙ্গ করে।
·         উইন্ডোজ সেভেন অনেক সফট ওয়ার সাপোর্ট করে না।
·         উইন্ডোজ সেভেন এর শুধু চাকচিক্যই আছে কাজের কাজ কিছুই করতে পারে না।
·         যে সকল ফিচারের তোমন কোন প্রয়োজন নাই ঐ সকল ফিচারের ছড়াছড়ি আছে উইন্ডোজ সেভেন এ,শুধু শুধু ব্যবহারকারীর জন্য ঝামেলা সৃষ্ট করে।

রবিবার, ২৪ এপ্রিল, ২০১১ Tags: 0 comments

ফেইসবুক এবং অন্যান্য সোসালনেটওয়ারকিং সাইট।

সামাজিক যোগাযোগের অনেক মাধ্যম রয়েছে।তবে সামাজিক যোগাযোগের ওয়েব সাইট গুলোর মধ্যে ফেইসবুক সবার শীর্ষে।এবং এর জনপ্রিয়তা বেরেই চলেছে।কিন্তু কেন?ফেইসবুক অনেক মানুষকেই ইন্টারনেট ব্যবহারে আগ্রহী করেছে।এমন অনেক মানুষকেই হয়ত চিনে থাকবেন যারা শুধু মাএ ফেইসবুক ব্যবহার করার জন্য ইন্টারনেট সংযোগ নিয়েছে এমন কি কম্পিউটার ও কিনেছে।যার ইমেইল একাউন্ট খোলতে সমস্যা হয় তার ও দেখবেন ফেইসবুক একাউন্ট আছে।আসলে ফেইসবুক বলতে আমি যা বুঝি তা হচ্ছে শুধু মাএ বন্ধুদের সাথে আড্ডা মেরে টাইম পাস করা।ইন্টারনেটে অবসর সময় কাটানোর জন্য আমি ফেইনবুক ব্যবহার করি।অপ্রয়োজনীয় যোগাযোগ করা ছাড়া ফেইসবুকের তেমন

কোন প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না।তবে যাই হউক ফেইসবুকের জন্য হলেও ত অনেক মানুষ ইন্টারনেট প্রযুক্তির সাথে যুক্ত হয়েছে।প্রয়োজনীয় হউক আর অপ্রয়োজনীয়ই হউক একে অপরের সাথে যোগাযোগ রাখার প্রবণতাত বৃদ্ধি পেয়েছে।তবে ফেইসবুকের কার্যকারিতা এখন শুধু চে-টিং/আড্ডা মারার মধ্যেই সীমাবদ্ধ নয়।অনেক প্রয়োজনীয় কাজ ও করে দেয়।যেমন মোবাইল নোটিফিকেশনের মাধ্যমে সব সময় বন্ধুদের অবস্থান জানা যায়।নিজের অবস্থার প্রকাশ করা যায়।তবে এর একটি অসুবিধা ও আছে।কোন একটি গুরুত্ব পূর্ণ কাজ করছি তখন চলে এলো মোবাইল নোটিফিকেশন।তারপর চলে যাবেন ফেইসবুকে বন্ধুর অবন্থান জানতে বা নিজের মন্তব্য জানাতে।আর তখন যদি ফেইসবুকের বন্ধুদের সাথে চেট করা শুরু হয়ে যায় তাহলে কাজত এখানেই শেষ।
যে কোন ব্যক্তি বা পুরাতন কোন বন্ধুকে খোজে পেতে বা তার তথ্য জানতে ও ফেইনবুক যথেষ্ট সাহায্য করে।নতুন নতুন বন্ধু তৈরি করতে ও ফেইসবুক অতুলনীয়।যত বেশী ফেইসবুক ব্যবহার করবেন ততই বন্ধুর সংখ্যা বাড়বে।ফলে যোগাযোগ ও বাড়বে সাথে ফেইসবুক ব্যবহারও।আর বেশীর ভাগ মানুষই হয়ত চায় বন্ধুদের সাথে যোগাযোগ রাখতে/নিজের কথা বন্ধুদের সাথে শেয়ার করতে।তাই হয়ত ফেইসবুকের এত জনপ্রিয়তা।ফেইসবুকত অবশ্যই সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যম গুলোও আমাদের ব্যবহার করা প্রয়োজন।তা না হলে জানবেন কিভাবে ফেইসবুকের জনপ্রিয়তার কারণ অথবা ফেইসবুকের প্রতিদন্দীদের অবস্থান কোথায় বা ফেইসবুক বন্ধ হয়ে গেলে বা ব্যবহার করতে না পারলে বন্ধদের সাথে কিভাবে যোগাযোগ করবেন।তবে এটা মনে রাখা প্রয়োজন যে অতিরিক্ত সব কিছুই খারাপ।
 

মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১১ Tags: 0 comments

বাংলাদেশ থেকে গুগোল এডসেন্স একাউন্ট হয় না?

ওয়েব সাইটে বিজ্ঞাপন/এড দেওয়ার পদ্ধতিটি গুগোলই সর্ব প্রথম চালু করে এবং গুগোলের বিশেষ বৈশিষ্ট্যের জন্য গুগোলই ১ নম্বরএর ধারে কাছে কেই নেইযারা ওয়েব ডেভলাপ করেন তাদের প্রায় সবারই গুগোল এডসেন্স একাউন্ট আছেযারা আনেক আগে থেকে ওয়েব ডেভলাপ এর সাথে জরিত তারা খুব সহজেই গুগোল এডসেন্স একাউন্ট খুলতে পেরেছেনকিন্ত বর্তমানে বাংলাদেশ থেকে গুগোল এডসেন্স একাউন্ট খুলা এত সহজ নয়শুধু বাংলাদেশ কেন ভারত,পাকিস্তান,চীন,নেপাল,শ্রলঙ্কা,ভূটান সহ আরও আনেক দেশ থেকে এডসেন্স একাউন্ট খোলা আনেক কঠিন করেছে গুগোলতবে এসব দেশ থেকে একাউন্ট খুলা সম্ভব নয় এ কথাটি ঠিক বলা যাবে নাএকাউন্ট খুলা সম্ভব


সোমবার, ২৮ মার্চ, ২০১১

About

বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১১ Tags: 0 comments

বাংলাদেশ থেকে কেনা আমার প্রথম ডুমেইন ও হোস্টিং।

ওয়েব সাইট ডেভলাপ করা আমার একটি শখ।ব্লগ/ওয়েব সাইট কখন থেকে তৈরি করা শুরু করি তা ঠিক মনে নেই।তবে আমি প্রথম ডোমেইন ও হোস্টিং কিনেছিলাম ৩০-১২-১০ তারিখে www.controlbd.com এর কাছ থেকে।এর আগে ফ্রি সাইটেই ব্লগিং করেছি।ডোমেইন ও হোস্টিং আমার বন্ধুরাই আমাকে কিনে দিয়েছিল।বন্ধুরা যখন কিনে দিয়েছে তখন তাদের পছন্দ মতই নাম হল www.hitsbd.com।পি এইচ পি কোড ব্যবহার করে,অনেক সময় দিয়ে সুন্দর একটি সাইট ও বানিয়েছিলাম।কিন্তু হায় প্রায় ৪ মাস পরেই দেখলাম server down।যোগাযোগ করলাম কন্ট্রোল বিডির সাথে।তারা বলে সাময়িক সমস্যা,সমাধান চলছে।server down হতেই পারে চিন্তার কিছুই নেই।৫ দিন পর দেখি সাইটের কোন খবর নাই।আর ত চোপ করে থাকা যায় না, কন্ট্রোল বিডির ওয়েব সাইটে গেলাম।গিয়ে দেখি নিচের ম্যাসেজটি দেওয়া আছে।কয়েক বার পড়লাম।


Google