ওয়েব সাইট ডেভলাপ করা আমার একটি শখ।ব্লগ/ওয়েব সাইট কখন থেকে তৈরি করা শুরু করি তা ঠিক মনে নেই।তবে আমি প্রথম ডোমেইন ও হোস্টিং কিনেছিলাম ৩০-১২-১০ তারিখে www.controlbd.com এর কাছ থেকে।এর আগে ফ্রি সাইটেই ব্লগিং করেছি।ডোমেইন ও হোস্টিং আমার বন্ধুরাই আমাকে কিনে দিয়েছিল।বন্ধুরা যখন কিনে দিয়েছে তখন তাদের পছন্দ মতই নাম হল www.hitsbd.com।পি এইচ পি কোড ব্যবহার করে,অনেক সময় দিয়ে সুন্দর একটি সাইট ও বানিয়েছিলাম।কিন্তু হায় প্রায় ৪ মাস পরেই দেখলাম server down।যোগাযোগ করলাম কন্ট্রোল বিডির সাথে।তারা বলে সাময়িক সমস্যা,সমাধান চলছে।server down হতেই পারে চিন্তার কিছুই নেই।৫ দিন পর দেখি সাইটের কোন খবর নাই।আর ত চোপ করে থাকা যায় না, কন্ট্রোল বিডির ওয়েব সাইটে গেলাম।গিয়ে দেখি নিচের ম্যাসেজটি দেওয়া আছে।কয়েক বার পড়লাম।
Dear Valuable Client,
We are so sorry to inform you that, after taking so long time, we couldn't fix the problems that we were having with our server. Hard disks of our server have totally crushed. We have totally lost all the data. We are extremely sorry for the data loss. But Please try to understand the incident was not happened from our side. It is the incident occurred from the data center side.
If you would like to purchase hosting, please kindly contact with futuredhosting.com , referred from controlbd, they will setup your new hosing account and will give you feedback from now on.
If you have any domains from us you can access those by the following link:
For domain reseller : http://controlbd.myorderbox.com/reseller or http://controlbdnet.myorderbox.com/reseller
For direct customer: http://controlbd.myorderbox.com/customer or http://controlbdnet.myorderbox.com/customer
We are so sorry to inform you that, after taking so long time, we couldn't fix the problems that we were having with our server. Hard disks of our server have totally crushed. We have totally lost all the data. We are extremely sorry for the data loss. But Please try to understand the incident was not happened from our side. It is the incident occurred from the data center side.
If you would like to purchase hosting, please kindly contact with futuredhosting.com , referred from controlbd, they will setup your new hosing account and will give you feedback from now on.
If you have any domains from us you can access those by the following link:
For domain reseller : http://controlbd.myorderbox.
For direct customer: http://controlbd.myorderbox.
Problem accessing Domain control panel? Email us at controlbd@gmail.com
For any other inquiry contact with futuredhosting.com
The termination of our services was effected pursuant to, and in accordance with, the Controlbd's Terms of Service
We are closed.
We are Sorry again.
Read our TOS (terms of service)
তার পর থেকে আর কোন বাংলাদেশী সার্ভার থেকে হাবিব ডোমেইন হোস্টিং কিনে না।বিদেশী সার্ভার যে সব গুলোই ভাল আমি তা বলছি না।ভাল একটি সার্ভার দেখে যারা প্রফেশনাল তাদের কাছ থেকে ডোমেইন হোস্টিং কিনলে ঠকার সম্ভাবনা অনেক কম।যারা ডোমেইন হোস্টিং কিনার আগে তাদের server চেক করে নেওয়ার সুযোগ দেয় তাদের কাছ থেকেই ডোমেইন হোস্টিং কিনাটা নিরাপদ।
No Response to "বাংলাদেশ থেকে কেনা আমার প্রথম ডুমেইন ও হোস্টিং।"
একটি মন্তব্য পোস্ট করুন