মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬ Tags: 0 comments

অভ্র কির্বোডে বিজয় লেআউট!!

বাংলা টাইপিংয়ের জন্য আমরা অনেকেই অভ্র ব্যবহার করি। অভ্রতে বেশ কিছু ইউনিক ফিচার থাকায় অভ্র সফটওয়ার ব্যবহার কারির সংখ্যা্ অনেক বেড়েছে। কিন্তু যখন অভ্র ছিল না তখন আমার মত অনেকেই বাংলায় লেখা লেখির জন্য বিজয় কিবোর্ড ব্যবহার করতেন। যদিও বর্তমানে অনেকে অভ্র পনেটিক ব্যবহার করে লেখেন।

অভ্রতে ৪.৫ ভার্সন পর্যন্ত বিজয় কিবোর্ড থাকলেও বর্তমান ভার্সনগুলোতে বিজয় কিবোর্ড নেই। যারা বিজয় কিবোর্ড এর অভ্যস্ত তাদের জন্য এটি একটি বড় সমস্যা।নতুন করে অন্য আরেকটি কিবোর্ড
লেআউটের সাথে পরিচিত হওয়া সময়ের ব্যপার।

কিন্তু আপনি চাইলেই ঝামেলায় না জড়িয়ে অভ্রের নতুন ভার্সনগুলোর সাথে খুব সহজেই বিজয় কিবোর্ড সংযুক্ত করে নিতে পারেন।
আপনার কম্পিউটারে অভ্র ইন্সটল করে নিন ল্যাটেস্ট ভার্সন
তার পর বিজয় কিবোর্ড লেউটি ডাউনলোড করে নিন।



ডাউনোড করা ফাইলটি কপি করুন
আপনি যদি Windows 7 ব্যবহার করেন তাহলে :-   C:\ProgramData\Avro Keyboard\Keyboard Layouts এই ডিরেক্টরিতে গিয়ে পেষ্ট করুন

আপনি যদি Windows 10 ব্যবহার করেন তাহলে :-   C:\Program Files\Avro Keyboard\Keyboard Layouts এই ডিরেক্টরিতে গিয়ে পেষ্ট করুন

এবার কিবোর্ড লেআউটে গেলেই  ইউনি-বিজয় কিবোর্ড লেউটি পেয়ে যাবেন

No Response to "অভ্র কির্বোডে বিজয় লেআউট!!"

Google