বাংলা টাইপিংয়ের জন্য আমরা অনেকেই অভ্র ব্যবহার করি। অভ্রতে বেশ কিছু ইউনিক ফিচার থাকায় অভ্র সফটওয়ার ব্যবহার কারির সংখ্যা্ অনেক বেড়েছে। কিন্তু যখন অভ্র ছিল না তখন আমার মত অনেকেই বাংলায় লেখা লেখির জন্য বিজয় কিবোর্ড ব্যবহার করতেন। যদিও বর্তমানে অনেকে অভ্র পনেটিক ব্যবহার করে লেখেন।
অভ্রতে ৪.৫ ভার্সন পর্যন্ত বিজয় কিবোর্ড থাকলেও বর্তমান ভার্সনগুলোতে বিজয় কিবোর্ড নেই। যারা বিজয় কিবোর্ড এর অভ্যস্ত তাদের জন্য এটি একটি বড় সমস্যা।নতুন করে অন্য আরেকটি কিবোর্ড