এখনও ঘড়িটা ৭.৩০ মিনিট এ এর্লাম দেয়। কিন্তু ঘোম থেকে উঠার কোন তরা-হোরা থাকে না।এর্লারাম বন্ধ করে আবার ঘোম দেই।কিছু দিন আগেও ঘোম থেকে উঠার জন্য বাদ্ধ বাধকতা ছিল। কারণ ৯ টার সময় আবার ক্লাস আছে।দুই-এক দিন ক্লাস মিস দিলাম বা একটু দেরি করে ক্লাস এ গেলাম, এটা করার কোন সুযোগই ছিল না।আমাদের
এটেন্ডেন্স দিতে হত ফিঙ্গার প্রিন্ট এ।১০ মিনিট দেরি করলে এবসেন্ট। আর এক মাসে ৩ দিন কামাই করলে ইস্কলারশীপই বাতিল। তাই কিছুই করার ছিল না।এই শীতের সকালেও সাপ্তাহে ৬ দিন ৭.৩০ এ ঘোম থেকে উঠতাম।তবে যাই হউক সফল ভাবে কোর্সটা শেষ করেছি।
আমি IDB-BISEW IT Scholarship (আইডিবি-বি আই এস ই ডিব্লিউ আইটি স্কলারশীপ) সম্পর্কে জানতে পারি ভাইয়ার কাছ থেকে।তবে খোব একটা আগ্রহি ছিলাম না।আমি পাব আইটি ইস্কলারশীপ!!! কিন্তু আব্বুর পিরা-পিরিতে ফরমটা কিনতেই হল।কিন্তু পরীক্ষার জন্য কোন প্রিপারেশানই ছিল না।পরীক্ষার তারিখ হল।টাকা খরচ করে পরীক্ষার জন্য ঢাকা যাব প্রস্তুতি থাকবে না! রাতে ভাইয়া যা পড়াইল তাই পড়লাম।তরপর দিন ঢাকা আসলাম।পরীক্ষা হবে "শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে"।
কিন্তু এই স্কুলত কোথাও খোইজা পাইনা।অনেক খোজা খোজির পর পাইলাম আই ডি বি ভবন এর পাশে ইহা অবস্থিত।
এটেন্ডেন্স দিতে হত ফিঙ্গার প্রিন্ট এ।১০ মিনিট দেরি করলে এবসেন্ট। আর এক মাসে ৩ দিন কামাই করলে ইস্কলারশীপই বাতিল। তাই কিছুই করার ছিল না।এই শীতের সকালেও সাপ্তাহে ৬ দিন ৭.৩০ এ ঘোম থেকে উঠতাম।তবে যাই হউক সফল ভাবে কোর্সটা শেষ করেছি।
আমি IDB-BISEW IT Scholarship (আইডিবি-বি আই এস ই ডিব্লিউ আইটি স্কলারশীপ) সম্পর্কে জানতে পারি ভাইয়ার কাছ থেকে।তবে খোব একটা আগ্রহি ছিলাম না।আমি পাব আইটি ইস্কলারশীপ!!! কিন্তু আব্বুর পিরা-পিরিতে ফরমটা কিনতেই হল।কিন্তু পরীক্ষার জন্য কোন প্রিপারেশানই ছিল না।পরীক্ষার তারিখ হল।টাকা খরচ করে পরীক্ষার জন্য ঢাকা যাব প্রস্তুতি থাকবে না! রাতে ভাইয়া যা পড়াইল তাই পড়লাম।তরপর দিন ঢাকা আসলাম।পরীক্ষা হবে "শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে"।
কিন্তু এই স্কুলত কোথাও খোইজা পাইনা।অনেক খোজা খোজির পর পাইলাম আই ডি বি ভবন এর পাশে ইহা অবস্থিত।