 |
3DS Max + VRay |
আমি এই টউটরিয়ালে দেখাব 3ds max এ কি ভাবে গ্লাস তৈরী করা যায় এবং গ্লাসে পানীয় রাখা যায়, এটি 3DS Max এর একি সহজ এবং সাধারণ কাজ।আমি এখানে মূলত থার্ডপারর্টি render engine (V-Ray) ব্যাবহার করে কি ভাবে এবটি মডেল এর আউটপুট দেওয়া যায় সেটা দেখাব। তাই rander দেওয়ার জন্য vray render engine ব্যাবহার করব।এখানে আমি 3DS Max 2009 এবং v-ray verson 1.50 SP2 ব্যবহার করেছি।
তহলে শুরু করি,,
Google