মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১১ Tags: 0 comments

আমি বাংলাদেশী, কিন্ত আমার জাতীয় পরিচয় পএ কই?


তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের জনগণের জন্য জাতীয় পরিচয় পত্র(National ID Card) তৈরি করে দিয়েছিল। বর্তমানে এই পরিচয় পত্রটি অনেক মূল্যবান।

বর্তমান সরকার প্রায় সব ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্ক,দুর্নীতি প্রতিরোধ এবং দ্রূত ব্যক্তি সনাক্ত করতে এই জাতীয় পরিচয় পত্রটি ব্যাবহার করতে বাধ্য করছে।যেমন:-
মোবাইল সিম/রিম কিনবেন অথবা তুলবেন (রিপ্লেস),১৮ বছর হইছে এর প্রমাণ সরূপ।ইত্যাদি আরও অনেক গুলো ক্ষেত্রে আপনাকে জাতীয় পরিচয় পত্র ব্যবহার করতেই হবে।
এটা অবশ্যই ভাল।আমরা হয়তোবা এই জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে কিছুটা ডিজিটাল হলাম।নিজের পরিচয়টা অনেক সহজে এবং ভালভাবে প্রকাশ করতে সম্ভব হয়েছি।

সরকার এই পরিচয় পত্রটির ব্যবহার আরও বৃদ্ধি করুক আমার কোন সমস্যা নাই।কিন্তু আমার সমস্যা হল আমার বর্তমান বয়স ১৯+(সার্ট ফিকেই অনুযায়ী)।তাহলে আমার একটি জাতীয় পরিচয় পত্র থাকার কথা।কিন্তু আমার জাতীয় পরিচয় পত্রটি কোথায়???

Google