বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১১ Tags: 0 comments

বাংলাদেশ থেকে কেনা আমার প্রথম ডুমেইন ও হোস্টিং।

ওয়েব সাইট ডেভলাপ করা আমার একটি শখ।ব্লগ/ওয়েব সাইট কখন থেকে তৈরি করা শুরু করি তা ঠিক মনে নেই।তবে আমি প্রথম ডোমেইন ও হোস্টিং কিনেছিলাম ৩০-১২-১০ তারিখে www.controlbd.com এর কাছ থেকে।এর আগে ফ্রি সাইটেই ব্লগিং করেছি।ডোমেইন ও হোস্টিং আমার বন্ধুরাই আমাকে কিনে দিয়েছিল।বন্ধুরা যখন কিনে দিয়েছে তখন তাদের পছন্দ মতই নাম হল www.hitsbd.com।পি এইচ পি কোড ব্যবহার করে,অনেক সময় দিয়ে সুন্দর একটি সাইট ও বানিয়েছিলাম।কিন্তু হায় প্রায় ৪ মাস পরেই দেখলাম server down।যোগাযোগ করলাম কন্ট্রোল বিডির সাথে।তারা বলে সাময়িক সমস্যা,সমাধান চলছে।server down হতেই পারে চিন্তার কিছুই নেই।৫ দিন পর দেখি সাইটের কোন খবর নাই।আর ত চোপ করে থাকা যায় না, কন্ট্রোল বিডির ওয়েব সাইটে গেলাম।গিয়ে দেখি নিচের ম্যাসেজটি দেওয়া আছে।কয়েক বার পড়লাম।


Google