বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫ Tags: 0 comments

হারিয়ে যাবো চিরতরে

জানি,পৃথিবীর সব কোলাহল ছেড়ে
একদিন চলেই যাবো দূর বহুদূরে
ফিরে আর আসবো না,
প্রাণ খুলে হাসবো না,
নিঃশেষ হয়ে যাবো চিরতরে।
একদিন চলে যাবো সবকিছু ছেড়ে।

জানি, সেদিন আমায় কেউ রাখবে না মনে
ভুলে যাবে আমার কথা খুব গোপণে
দূর হতে দেখবো সেদিন অলক্ষ্যে দাঁড়িয়ে
বর্ণিল স্মৃতিগুলো গেছে অতীতে হারিয়ে।
ব্যস্তময় নির্মম বাস্তবতার ভীড়ে

Google