এশীয়া কাপ ফাইনাল জিতা হলা না বাংলাদেশের। মাএ ২ রানের জন্য বিজয় হাত ছাড়া হয়ে গেল।তাতে কি, খেলায় জয় পরাজয় থাকবেই। কিন্তু যারা বাঘের মত লড়তে জানে তাদের পরাজিত বলি কিভাবে। আমাদের দর্শকদের দেখলেই বোঝা যায় আমরা আমাদের ক্রিকেটকে কতটা ভালবাসি।
 |
bangladeshi supporter |
হয়ত এত দিন বলা হয়নি বাংলাদেশও বাঘের মত লড়তে জানে,জলে উঠতে পারে বড় কোন আসরে, চোখে আঙ্গোল দিয়ে দেখিয়ে দিতে পারে আমরাও পারি। বাংলাদেশের এশীয়া কাপ জিতা হয়নি সত্য তবে পরাজয় মেনে নিয়েছে এ কথা কিন্তু সত্য নয়। এজন্যই পাকিস্তানে ফিরে জিও নিউজ কে দেয়া এক সাক্ষাতকারে পাকিস্তানের অধীনায়ক বলেন,"পাকিস্তান কাপ জিতেছে ঠিকই,কিন্তু বাংলাদেশ সবার হৃদয় জিতে নিয়েছে।ওরাই সবার চোখে আসল চ্যাম্পিয়ন।আমার মনে হয় না ক্রিকেটের ইতিহাসে কোনো দল হারার পরেও এতো জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে।"তিনি এও বলেন
বাংলা লেখার জন্য বেশ কয়েকটি কিবোর্ড এবং সফটওয়ার রয়েছে।আমি প্রথম বাংলা লেখা শিক্ষি বিজয় সফটওয়ারটি ব্যবহার করে।কিন্তু বিজয় এর তুলনায় আনেক বেশী সুবিধি থাকায় বর্তমানে আভ্র সফটওয়ারটি ব্যবহার করি আর কিবোর্ড ব্যবহার করি বিজয় কিবোর্ড। তবে যদি বাংলা লেখার মত কোন সফটওয়ার আপনার কাছে নাই থাকে তবুও আপনি gmail ব্যবহার করতে পারবেন কোন সফটওয়ার ব্যবহার করে।
এই ফোনেটিক পদ্ধতিতে বাংলা লেখতে হলে যা করতে হবে তা হল:
১. প্রথমে আপনার Gmail একাউন্ট এ sign in করুন।
২. তার পর সেটিংস এ যান।
৩. (প্রতিবর্ণীকরণ সক্ষম করবেন - ধ্বনি অনুযায়ী ইংরাজী টাইপ করুন) এই চেক বক্রটি সিলেক্ট করুন।