মঙ্গলবার, ১৪ জুন, ২০১১ Tags: 1 comments

উইন্ডোজ পরিবারের উইন্ডোজ এক্স পিই সবচেয়ে ভাল আপারেটাং সিস্টেম!!!!!! কিন্তু কেমনে?

বর্তমানে সবচয়ে বেশী ব্যবহৃত অপারেটিং সিস্টেম হচ্ছর মাইক্রোসফট এর উইনডোস অপারেটিং সিস্টেম। মাইক্রোসফট এর সর্বশেষ সংস্করণ হচ্ছে উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম।এবং এটিই এখন সবচেয়ে বেশী ব্যবহৃত অপারেটিং সিস্টেম।
তবে বাংলাদেশে অনেক মানুষ কেই আজকাল দেখা যায় যারা বলেন, উইন্ডোজ সেভেন এর চেয়ে উইন্ডোজ এক্স পি বেশী ভাল।কারণ:-
·         উইন্ডোজ ৭ এ অনেক কিছুই করা যায় না এক্স পি তে সব কিছুই করা যায়।
·         এক্স পি অনেক ফাস্ট সেভেন প্রায়ই হেঙ্গ করে।
·         উইন্ডোজ সেভেন অনেক সফট ওয়ার সাপোর্ট করে না।
·         উইন্ডোজ সেভেন এর শুধু চাকচিক্যই আছে কাজের কাজ কিছুই করতে পারে না।
·         যে সকল ফিচারের তোমন কোন প্রয়োজন নাই ঐ সকল ফিচারের ছড়াছড়ি আছে উইন্ডোজ সেভেন এ,শুধু শুধু ব্যবহারকারীর জন্য ঝামেলা সৃষ্ট করে।

Google